লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে যে, স্থানীয়ভাবে একটি বিয়ের ঘটনার সঙ্গে জামায়াতের নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এক বিয়ের ঘটনাকে কেন্দ্র করে, সোহেল ওরফে ট্রলি সোহেলকে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছে ওয়ার্ড জামায়াত।
ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আজগর হোসেন মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “সোহেল নামের ওই ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। তিনি জামায়াতের কোনো দায়িত্বশীল পদেও নেই, সে জামায়াত সমর্থন করে ও জামায়াতের সমাবেশে অংশগ্রহণ করেছিলেন । তবে সংগঠনের কোনো আনুষ্ঠানিক কর্মকাণ্ডেও যুক্ত নন তিনি। অথচ একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তার কার্যকলাপকে জামায়াতের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।”
চররুহিতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক জানান, জামায়াত একটি আদর্শিক সংগঠন; ব্যক্তিগত কর্মকাণ্ড বা কোনো অপরাধমূলক কার্যক্রমের দায়ভার সংগঠনের ওপর চাপানো যাবে না। এ ধরনের অপপ্রচার জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল ছাড়া আর কিছু নয়।