বীকন ফার্মাসিটিউক্যালসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধনের ঘোষণা

 


মোহাম্মদ জুবায়ের আলমঃ 

গাজীপুর থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বীকন ফার্মাসিটিউক্যালসের বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের ভুক্তভোগী মনিরুজ্জামান খান ও তার পরিবার। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে শিগগিরই এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।


মনিরুজ্জামান খান অভিযোগ করেন, ভালুকা উপজেলার কাঠালিয়া গ্রামে তাদের পৈতৃক ১০.৪০ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন বীকন ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মোঃ এবাদুল করিম এমপি। তার দাবি, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রাজনৈতিক ক্ষমতার জোরে এই জমি দখল করা হয়েছে।


সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান খান বলেন, “বছরের পর বছর ধরে আমরা মামলা, হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়-জাতীয় পর্যায়ের নেতাদের কাছে ধর্ণা দিয়েও বিচার পাইনি। এখন সময় এসেছে রাস্তায় নামার।”


সংবাদ সম্মেলনে মনিরুজ্জামানের পরিবারের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, শুধু এই পরিবার নয়, আরও বহু পরিবারকে জমি থেকে উচ্ছেদ করে নিঃস্ব করেছে বীকন ফার্মাসিটিউক্যালস কর্তৃপক্ষ। বক্তারা অবিলম্বে জমির সমপরিমাণ অর্থ বা জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং বীকনের ব্যবস্থাপনা পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও সরকার এখনো এবাদুল করিম এমপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং তার প্রভাব প্রতিপত্তির কারণে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

Previous Post Next Post